মজুদ শেষের আগেই ভ্যাকসিন স্বল্পতা দেখা দিয়েছে রাজধানীতে। এসএমএস পেলেও টিকা পাওয়া যাচ্ছে না জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট কেন্দ্রে। এ নিয়ে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। আবার এসএমএস না থাকলেও ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে আসা কেন্দ্র পরিবর্তনকারী কেউ কেউ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মজুদ ভ্যাকসিনে আরও তিন-চারদিন চলবে। ঈদের পরপরই পুরো দেশে একসাথে বন্ধ হবে ভ্যাকসিন কার্যক্রম।
জাতীয় নাক কান গলা ইনষ্টিটিউট থেকে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন উত্তরার আব্দুল মোতালেব। এসএমএস পেয়ে এবার দ্বিতীয় ডোজের জন্য সেখানেই এসেছিলেন। কিন্তু ভ্যাকসিন নেই।
তার মতো ভ্যাকসিন নিতে আসা অনেকেরই দীর্ঘ অপেক্ষায় থাকার পর হতাশ হয়েছেন। কেউ অফিসে ছুটি নিয়ে, কেউ আবার দুর দুরান্ত থেকে এসেছেন বয়ষ্কদের ভ্যাকসিন দিতে।
নির্দেশনা অনুযায়ী এসএমএস পেলে ভ্যাকসিন পাওয়ার কথা। ইএনটি হাসপাতালে কতৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় সরবরাহ নেই তাদের।
ঢাকার সিভিল সার্জন বলেন, ভ্যাকসিন ফুরিয়ে এসেছে। ঢাকায় চাহিদা বেশি থাকায় বাইরের অবশিষ্ট ভ্যাকসিন আনা হচ্ছে। তা দিয়ে চলবে আরো কয়েকদিন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শেষের দিকে প্রথম ডোজ নেয়া কয়েক লাখ মানুষকে এখনই ভ্যাকসিন দেয়া যাচ্ছে না। তবে নতুন মজুদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মজুদ ভ্যকসিন দশ লাখ তবে দ্বিতীয় ডোজ নেয়ার অপেক্ষায় রয়েছে ২৪ লাখ মানুষ।
Leave a reply