টাঙ্গাইল থেকে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

|

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল থেকে বিভাগীয় বন কর্মকর্তার তত্ত্বাবধানে বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, গত ২দিন ধরে একটি নীলগাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোটাছুটি করছে, এলোপাথাড়ি দৌড়ে কৃষকের পাকা ধান ও ফসলের ক্ষেত নষ্ট করছে। অন্যদিকে বিভিন্ন লোকজন নীলগাইটিকে তাড়া করে বেড়াচ্ছে। ফলে মানুষের তাড়া খেয়ে বিশ্রাম নিতে না পেরে হাঁপিয়ে উঠছে প্রাণিটি।

বাঘেরহাট নচিয়ামামুদপুর গ্রামের খাইরুল বলেন, গত ২ দিন যাবত নীলগাইটিকে চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার ওপর দেখতে পায় এলাকার লোকজন। পরে জানাজানি হলে এলাকায় ব্যপক আলোড়ন সৃষ্টি হয়। শতশত মানুষ গরুটিকে দেখার জন্য ভিড় করলে নীলগাইটি ভয় পেয়ে দিগবিদিক ছুটতে থাকে এবং মানুষের চোখের আড়ালে চলে যায়।

পরে বিভাগীয় বন কর্মকর্তা ড. জহিরুল হক নীলগাইটিকে উদ্ধারের ব্যবস্থা করেন। তিনি বলেন, একটি নীলগাই সখিপুর এবং ঘাটাইল এলাকায় দেখা গিয়েছে এমন খবর পেয়ে আমরা নীলগাইটিকে উদ্ধার করি। এখন এটাকে সাফারি পার্কে পাঠানো হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply