১১ হাজার বিশ্ববিদ্যালয় কর্মীকে বহিষ্কার করলো মিয়ানমারের সেনা সরকার

|

জান্তাবিরোধী ধর্মঘট করায় ১১ হাজারের বেশি একাডেমিক এবং বিশ্ববিদ্যালয় কর্মীকে বহিষ্কার করলো মিয়ানমারের সেনা সরকার।

গতকাল সোমবার (১০ মে) মিয়ানমার টিচারস ফেডারেশন একথা জানায়। মহামারির কারণে এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর সম্প্রতি খোলা হয়েছিলো মিয়ানমারের বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু খোলার সাথে সাথেই সেনা অভ্যুত্থানের বিরোধিতায় নামেন বিশ্ববিদ্যালয়ের কর্মী-শিক্ষার্থীরা। নাগরিক অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে বহু শিক্ষক ও সরকারি কর্মচারী কাজ বন্ধ করে দেন। ফলে অচল হয়ে পড়ে শিক্ষাঙ্গন।

বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা বাহিনী ইয়াঙ্গুনসহ বড় বড় শহরের ক্যাম্পাসগুলো দখল করে নেয়। বিশ্ব ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, মিয়ানমারের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২৬ হাজার শিক্ষক রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply