Site icon Jamuna Television

নজির থাকলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়নি সরকার: ফখরুল

সাজাপ্রাপ্ত আসামিদের বিদেশে চিকিৎসা নেয়ার উদাহরণ থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সে সুযোগ দিচ্ছে না সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার খোঁড়া যুক্তি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জামিন পাননি খালেদা জিয়া। অথচ সাজা হবার পরও জামিন পেয়ে মন্ত্রিত্ব করছেন অনেকে। সরকারের উদার মানসিকতা থাকলে খালেদা জিয়াকে আগেই মুক্তি দিতো। সাজাপ্রাপ্ত আসামিদের বিদেশে চিকিৎসা নেয়ার উদাহরণ আছে। বিচার ব্যবস্থায় ডাবল স্ট্যান্ডার্ড আচরণ বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে একমাত্র প্রতিপক্ষ ভাবে, তাই রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার চক্রান্ত করছে সরকার। বলেন, খালেদা জিয়া এখনও ক্রিটিকাল কন্ডিশনে আছেন।

ইউএইচ/

Exit mobile version