চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের করোনার টিকা নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবার বিবৃতিতে ডব্লিউএইচও’ জানায়, সিনোফার্মের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চিত হয়েছে বিশেষজ্ঞ দল। জরুরি ব্যবহারে উপযোগী টিকার তালিকায় ষষ্ঠ হিসেবে ভ্যাকসিনটি সংযুক্ত করা হয়েছে বলেও জানানো হয়।
ড. ম্যারিয়েঙ্গেলা সিমাও বলেন, আমাদের বিশেষজ্ঞ টিমের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিনোফার্মের ট্রায়ালের তথ্য ও আমাদের গবেষণার ভিত্তিতে নিশ্চিত হয়েছি টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর। একইসাথে মানবদেহের জন্যও নিরাপদ।
ইউএইচ/
Leave a reply