স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে ইটভাটার চুলার দেয়াল ধসে ভাটা শ্রমিক শহীদুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
মঙ্গলবার সকাল সারে ১১টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা এলাকা সোনালী ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম সদর উপজেলার ফুলকোচা গ্রামের মজিবর রহমানের ছেলে। আহতরা হলেন, চক মিরাকোল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আবুল হোসেন ও একই এলাকার বাসিন্দা আব্দুস সালাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পুরাতন সোনালী ইটভাটার চুলা সংস্কার না করেই ইট পোড়ানোর কাজ করছিলো। মঙ্গলবার সকালে ৫/৬ জন শ্রমিক চুলার ভেতর থেকে পোড়ানো ইট বের করার কাজ করছিলেন। এ অবস্থায় চুলার দেয়াল ধসে পড়লে তিন শ্রমিক তার নীচে চাপা পড়ে। এ সময় অন্য শ্রমিক ও স্থানীয়রা উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম নামের একজন মারা যায়। গুরুতর আহত আবুল ও সালামকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়টি জানার সাথে সাথে পুলিশ পাঠিয়ে এক জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের টিম কাজ করছে।
ইউএইচ/
Leave a reply