রাশিয়ার কাজান শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে ১১ জনের। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগ নিশ্চিত করেছে এ তথ্য। হামলাকারীর সংখ্যা নিয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
রুশ গণমাধ্যমগুলোর কয়েকটিতে একজন, কয়েকটিতে আবার দুই বন্দুকধারীর কথা বলা হয়েছে। রুশ সংবাদ সংস্থা আরআইএ জানায়, ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
মুসলিম অধ্যুষিত তাতারস্তান প্রদেশের রাজধানী কাজান শহরটি। রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা বিরল। এর আগে ২০১৮ সালে ক্রিমিয়ায় এক কলেজ শিক্ষার্থীর আত্মঘাতী হামলায় নিহত হয় ১৯ জন।
ইউএইচ/
Leave a reply