Site icon Jamuna Television

ঈদে ৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থল বন্দর

সাতক্ষীরা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর।

ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (১১ মে) থেকে আগামী শনিবার (১৫ মে) পর্যন্ত ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আগামী ১৬ মে রোববার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

Exit mobile version