Site icon Jamuna Television

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ১২ কিশোর

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে শিশু-কিশোরদের নামাজে আকৃষ্ট করতে উপজেলা জামে মসজিদ কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেন। ঘোষণা অনুযায়ী ১৫ বছরের নিচে যে কোনো কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে তাকে দেওয়া হবে একটি বাইসাইকেল।

সে অনুযায়ী টানা ৪০ দিন জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল জিতেছেন ১২ কিশোর। অন্য ১২ জনকে দেওয়া হয়েছে বিশেষ পুরষ্কার।

মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টায় জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, সহকারী শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, উপজেলা জামে মসজিদের ঈমাম ও চাঁদপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নাসরুল্যাহ প্রমুখ।

Exit mobile version