বছরের এ সময়টায় দম ফেলার ফুরসত থাকতো না চট্টগ্রামের খলিফা পট্টির কারিগরদের। দিনরাত একনাগাড়ে চলতো নতুন পোশাক তৈরি ও সরবরাহের কাজ। তবে এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। নেই আগের সেই ব্যস্ততা, অলস বসে আছেন কারিগররা।
খলিফা পট্টির পোশাক তৈরির ছোট ছোট কয়েকশো কারখানায় ঈদের ভরা মৌসুমেও হাহাকার। গত বছর লকডাউনেও পুরোটা সময় বন্ধ ছিলো খলিফা পট্টির কারখানাগুলো। এবারও একই পরিস্থিতির কারণে কর্মী ছাটাইসহ কারখানা ছোট করেছেন অনেকে। দেনার দায়ে কারও কারও ব্যবসা বন্ধের উপক্রম। ব্যবসা গুটিয়ে পেশা পরিবর্তনও করছেন অনেকে। কেউ কেউ এখনও পুরানো পেশায় পড়ে থাকলেও, চোখেমুখে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা।
খলিফা পট্টিতে ছোটবড় ৪০০ কারখানায় কারিগর প্রায় দুই হাজার। অথচ করোনার প্রভাবে এই ব্যবসা এখন অনেকটাই সংকুচিত। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা হলেও, গেলো দুবছরে তা নেমে এসেছে অর্ধেকেরও কমে।
Leave a reply