ফিলিস্তিনে এখনও অব্যাহত ইসরায়েলের আগ্রাসন। গাজায় রাতভর বিমান হামলা চালায় ইহুদি বাহিনী। অবরুদ্ধ উপত্যকায় নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।
রকেট ছুড়ে তেলআবিবের হামলার জবাব দিচ্ছে হামাস। ইসরায়েলের তাণ্ডবের প্রতিবাদে মঙ্গলবার উপত্যকা থেকে ১৩০টি রকেট ছোড়ে তারা। আল আকসা মসজিদ এলাকা থেকে ইহুদি বাহিনী সরে না গেলে আরও হামলার হুঁশিয়ারি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।
তবে রকেট হামলার কারণে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পূর্ব জেরুজালেমেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য, অঞ্চলটিতে চারদিনে ১ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
Leave a reply