ভারত করোনাভাইরাসে দৈনিক মৃত্যুতে আবার রেকর্ড গড়লো। প্রথমবারের মতো দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৪ হাজার ২শ মানুষের।
তবে মঙ্গলবার (১১ মে) টানা তৃতীয় দিনের মতো সংক্রমণ শনাক্তের হার সামান্য নিম্নমুখী ছিল। এদিন ৩ লাখ সাড়ে ৪৮ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে এই মুহূর্তে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৩৭ লাখের বেশি। ভারতে শুধু গত দু্ই সপ্তাহেই ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।
দেশটিতে ২ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে করোনায় মোট মৃত্যু। মোট আক্রান্ত ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজারের বেশি। সংক্রমণ ঠেকাতে দেশটির বেশিরভাগ রাজ্যে চলছে লকডাউন।
Leave a reply