দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

|

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সারাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (১৪ মে)।

বুধবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অফিস ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও আজ চাঁদ দেখা যায়নি। পবিত্র রমজান মাস ৩০ দিন অনুষ্ঠিত হবে। শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

এদিকে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে ঈদের নামাজের জামাত আদায়ের কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply