Site icon Jamuna Television

শনিবার সারপ্রাইজ দেবেন তাহসান, তারই অপেক্ষায় মিথিলা!

এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন তারা। সময়ের পরিক্রমায় পথচলা আলাদা হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ঠিকই রয়ে গেছে তাদের মধ্যে। বলা হচ্ছে গায়ক, অভিনেতা তাহসান খান ও তার সাবেক স্ত্রী, অভিনেত্রী, উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলার কথা।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহসানের একটি পোস্ট ও সেটির সাথে মিলিয়ে মিথিলার দেয়া পাল্টা পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

বুধবার (১২ মে) রাতে তাহসান তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’

তাহসানের এই পোস্টের পরই মিথিলা তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘রিয়েলি!!? সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম।’

তাহসানের এমন পোস্টে মাত্র দুই ঘণ্টায় হাজার হাজার অনুসারী প্রতিক্রিয়া দেখিয়েছেন, মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, তাহসান ফের বিয়ে করতে চলেছেন কিনা। কেউ কেউ এমনও লিখেছেন, আলাদা হয়ে গেলেও তাহসান-মিথিলার রসায়নটা এখনও অটুট আছে!

সারপ্রাইজের জন্য মিথিলার মতো ভক্তদেরও শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

উল্লেখ্য, তাহসান ও মিথিলা ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১১ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে তাহসান এরপর আর বিয়ে করেননি।

Exit mobile version