Site icon Jamuna Television

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানি বেড়ে ৬৭

ইসরায়েলি আগ্রাসন থামছেই না গাজা উপত্যকায়। গতকাল বুধবার (১২ মে) পর্যন্ত বিমান হামলায় প্রাণহানি সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এ তালিকায় রয়েছে ১৬টি শিশু।

গত তিনদিনের বিমান হামলায় আহত ৪শ’র কাছাকাছি ফিলিস্তিনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদ। ঈদের দিনও ইহুদি রাষ্ট্রের বর্বর আচরণে স্তব্ধ সারা বিশ্ব।

অব্যাহত হামলার প্রতিবাদে হামাস চালাচ্ছে একের পর এক রকেট হামলা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে প্রতিহত করতেই তিনটি ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সেনাদের অভিযোগ, সেগুলো হামাসের অস্থায়ী ঘাঁটি ও কার্যালয়। জাতিসংঘকে এ ইস্যুতে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে তিউনিসিয়া, নরওয়ে ও চীন। আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের আহ্বান যুক্তরাষ্ট্র ও রেডক্রসের।

পুরো রমজান মাসজুড়েই বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ছিলো জেরুজালেম।

Exit mobile version