সিরি-আ’য় আন্তে রেবিকের হ্যাটট্রিকে তুরিনোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। অপর ম্যাচে রোমার বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে শিরোপা ঘরে তোলা ইন্টার মিলান। আর সাসোলোকে ৩-১ গোলে হারিয়েছে য়্যুভেন্টাস।
অথচ ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে যেতে পারতো য়্যুভেন্টাস। ডোমেনিকো বেরাদির পেনাল্টি ঠেকিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক বুফন। পাল্টা আক্রমণে ম্যাচের ২৮ মিনিটে দলকে লিড এনে দেন আদ্রেও রাবিওট।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্রুততম সময়ে শততম গোলের নতুন রেকর্ড গড়েন সিরি-আয়। বিরতির পর রাসপারোদির গোলে ব্যবধান কমায় সাসোলো। শেষ দিকে পাওলো দিবালার গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় য়্যুভেন্টাসের।
ক্লাবটির হয়ে এটি দিবালারও শততম গোল। এই জয়ে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানেই আছে ক্লাবটি।
Leave a reply