খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ৩ কর্মসূচি

|

আগামী নির্বাচনে বিএনপি যেন অংশ নিতে না পারে সে চেষ্টা করছে সরকার। এজন্য, সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। খালেদা জিয়াকে কারাবন্দি করা সরকারের নীল নকশার অংশ উল্লেখ করে তাঁর মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।

ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থা চাই, সরকারি দলই সন্ত্রাস করে পরিস্থিতি খারাপ করছে। অন্যদিকে, শান্তিপূর্ণ কমসূচি চললেও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নিন, অবিলম্বে অনুকূল অবস্থার সৃষ্টি করুন।

দেশের ক্রান্তিলগ্নে দেশের সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের গণতন্ত্র টিকিয়ে রাখার আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান ফখরুল। সংবাদ সম্মেলন থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন ফখরুল।

বিএনপির কর্মসূচির মধ্যে আছে, ১৭ ফেব্রুয়ারি সারাদেশে গণসাক্ষর সংগ্রহ।

১৮ ফেব্রুয়ারি- সারাদেশের জেলাপ্রশাসনে স্মারকলিপি প্রদান

২০ ফেব্রুয়ারি- জেলা সদর ও মহানগরে বিক্ষোভ মিছিল

এসব কর্মসূচি শেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply