লকডাউনের নামে তামাশা করছে সরকার, এর দরকার নেই: নুর

|

সরকার লকডাউনের নামে তামাশা করছে। লকডাউনের দরকার নেই। কোনোরকম পরিকল্পনা ছাড়াই সরকার এই লকডাউন দিয়েছে বলে অভিযোগ করেছেন নুরুল হক নুর।

শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতরের দিন বেলা ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এক কর্মসূচিতে নুরুল এসব কথা বলেন।

করোনা রোধে সরকারের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করে নুরুল বলেন, ‘এসব সিদ্ধান্ত ঘরমুখী মানুষকে ভোগান্তিতে ফেলেছে। গণপরিবহনে এক টাকার ভাড়া ছয় টাকা নিয়েছে। মানুষ লাশ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সরকার জনগণের প্রতিনিধি নয়। ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ করতো। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা রোধ করা যাবে।’

৫৩ জন নেতা-কর্মী কারাগারে উল্লেখ করে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, গ্রেপ্তার হওয়া কেউ টাকা পাচারকারী, ব্যাংক লুটেরা বা মাফিয়া নন। তারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে।’

তার সংগঠনের নেতা-কর্মীদের মুক্তি না দেওয়া হলে রাজপথে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply