বাবার পর ছেলেও গেলেন বাঘের পেটে

|

নিজস্ব প্রতিনিধি:

সুন্দরবনের এলাকায় বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল নিহত হয়েছেন। এর আগে ২০১৪ সালে রেজাউলের বাবাও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হয়েছিল।

শুক্রবার বিকেলে (১৪ মে) পশ্চিম সুন্দরবনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

বুড়িগোয়ালিনী গ্রামের মানিক মোড়ল জানান, রেজাউলসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ দিয়ে মধু কাটার উদ্দেশে সুন্দরবনে যায়। ঈদের সময়ও বাড়িতে ফেরেনি তারা।

রেজাউলের সহযোগী মৌয়ালদের মাধ্যমে জানতে পেরেছি শুক্রবার বিকেলে রেজাউলকে বাঘে ধরে। পরে তারা তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে বাড়ি আসছে। এর আগে ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, বনজীবীদের মাধ্যমে বাঘের আক্রমণে রেজাউল নামে এক ব্যক্তির নিহতের বিষয়টি শুনেছি। সে কিছুদিন আগে মধু কাটার উদ্দেশে পাস নিয়ে বনে গিয়েছিল। তার মৃতদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply