Site icon Jamuna Television

চলাফেরার নির্দেশনা না মানলে দেশে পাঠিয়ে দেওয়া হবে: মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি:

চলমান মহামারি নির্মূলে জারি করা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) অমান্য করলেই দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে জানিয়ে কড়া নির্দেশনা দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন সংক্রান্ত কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪ মে) ইমিগ্রেশন বিভাগর এক নোটিশে এ আদেশ জারি করা হয়। করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়ায় ১২ মে জারি করা চলাফেরা নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) বলবৎ থাকবে ৭ জুন পর্যন্ত।

মালয়েশিয়ায় অর্থনৈতিক ও উৎপাদন খাতগুলো খোলা থাকলেও বন্ধ থাকছে আন্তঃজেলায় যাতায়াত, শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও সভা-সমাবেশ। শর্তসাপেক্ষে বিয়ের অনুষ্ঠান, ঈদের নামাজ, মসজিদ ও উপাসনালয়গুলো বেধে দেওয়া সীমিত সংখ্যকের উপস্থিতিতে পরিচালিত হতে পারে। অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ৩০ শতাংশ কর্মী কাজ করতে পারবে, বাকিদের বাসায় থেকে অফিসের কাজ করতে হবে।

উল্লেখ্য, দেশটিতে গত বছরের ১৮ মার্চ প্রথম ১৪ দিনের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বা লকডাউন ঘোষণার মধ্য দিয়ে পর্যায়ক্রমে শর্ত সাপেক্ষে শিথিল করা হলেও বর্তমানে সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় করোনা নির্মূলে ফের কড়াকড়ি আরোপ করেছে দেশটি।

Exit mobile version