ইনজুরিতে জর্জরিত রিয়াল মাদ্রিদকে হারাতো হলো তাদের নিয়মিত একাদশের সদস্য টনি ক্রুজকে।
করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আশায় আইসোলেশনে রাখা হয়েছে এই জার্মান মিডফিল্ডারকে। টনি ক্রুজের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও স্প্যানিশ সরকারের নিয়ম অনুযায়ী আইসোলেশনে থাকতে হবে তাকে। তাই নিশ্চিতভাবে রোববার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ খেলা হচ্ছে না ক্রুজের।
এছাড়াও শেষ রাউন্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচেও তার একাদশে থাকা নিয়েও আছে অনিশ্চয়তা।
এদিকে ইনজুরির কারণে অধিনায়ক সার্জিও রামোসসহ দানি কারভাহাল, মার্সেলো, ফ্রিল্যান্ড মেন্ডি ও লুকাস ভাসকেস আগেই ছিটকে গেছেন পরের ম্যাচের একাদশ থেকে।
Leave a reply