হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীতে বিক্ষোভ এবং ভাঙচুরের অভিযোগে হাটহাজারী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (১৫ মে) দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। একই সাথে ৭ দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে শনিবার (১৫ মে) ভোররাতে সাতকানিয়া নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে। পুলিশের দাবি, তিনি গত ২৬ ও ২৭ মার্চ হেফাজতের সহিংসতায় ইন্ধনদাতাদের অন্যতম।
সহিংসতার ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ।
Leave a reply