ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়ালো

|

আবারও ভারতে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়ালো। গতকাল শনিবার (১৫ মে) দেশটিতে ৪ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে কোভিডের কারণে।

আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ৭০ হাজার ছাড়ালো। এর মধ্যে মহারাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭শ’ জনের। কর্ণাটকে এ সংখ্যা ৩৭০।

অন্যদিকে উত্তর প্রদেশে প্রাণ গেছে ৩১১ জনের। দিল্লি এবং তামিলনাড়ুতে প্রাণ গেছে ৩শ’র কাছাকাছি মানুষের।

এদিকে সংক্রমণ ঠেকাতে ২ সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে। ঔষধ এবং খাবার সরবরাহের মতো জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকসে সবকিছু। রাত নয়টা থেকে ভোর ৫ টার মধ্যে ঘরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। লকডাউন আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী প্রশাসনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply