জার্মান লিগে এক মৌসুমে গার্ড মুলারের রেকর্ড ৪০ গোলের মাইলফলক ছুঁয়েছে বায়ার্ন স্ট্রাইকার লেভানডোভস্কি।
গতকাল শনিবার (১৫ মে) রাতে বুন্দেসলিগার ম্যাচে ফ্রাইবুর্গের মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি পায় বাভারিয়ানরা। সুযোগ কাজে লাগিয়ে স্কোর শিটে নাম তোলেন রবার্ট লেভানডোভক্সি। এই গোলে নতুন এক রেকর্ড গড়েছে এই পোলিশ হিডম্যান। ১৯৭১-৭২ মৌসুমে এক সিজনে গার্ড মুলারের করা সর্বাধিক ৪০ গোলের কীর্তি ছুঁয়েছেন লেভানডোভস্কি।
এ ম্যাচে জয় পায়নি বায়ার্ন। ২৯ মিনিটে ফ্রাইবুর্গকে সমতায় ফেরায় ম্যানুয়েল গুলে। ৫৩ মিনিটে সানের গোলে আবারো লিড নেয় হ্যান্সি ফ্লিক শিষ্যরা। তবে ৮১ মিনিটে ক্রিস্টিয়ান গুন্টার গোলে ২-২ গোলে ড্র আদায় করে নেয় ফ্রাইবুর্গ।
Leave a reply