মালয়েশিয়া প্রতিনিধি:
গাজায় জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার ইসলামিক সংস্থা ডিএমডিআই।
আজ রোববার (১৬ মে) এক বিবৃতিতে ডিএমডিআইয়ের নীতি নির্ধারকরা বলছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক আক্রমণ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে গাজায় শান্তিরক্ষী মোতায়েন করার জন্য এ আহ্বান জানান তারা।
গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দুনিয়া মেলায়েউ দুনিয়া ইসলামের (ডিএমডিআই) সভাপতি তুন মোহাম্মদ আলী রুস্তম বলেন, জাতিসংঘ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অবিলম্বে ইসরায়েলকে এই নৃশংসতা বন্ধ করার দাবি জানাতে হবে যাতে ফিলিস্তিনিরা তাদের দেশে শান্তিতে বাস করতে পারে।
এছাড়া ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ব মোড়লদেরও ভূমিকা নিতে অনুরোধ ডিএমডিআই এর সভাপতি তুন মোহাম্মদ আলীর।
এ দিকে ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে পদক্ষেপ নিতে আজ জরুরি বৈঠক ডেকেছে ওআইসি। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি আরবের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে বক্তব্য রাখবেন।
Leave a reply