একদিনে সর্বোচ্চ ৪২ জনের প্রাণ নিলো ইসরায়েলি সেনারা, সবচেয়ে রক্তক্ষয়ী দিন

|

একদিনে সর্বোচ্চ ৪২ জনের প্রাণ নিলো ইসরায়েলি সেনারা, সবচেয়ে রক্তক্ষয়ী দিন

ইসরায়েলি আগ্রাসন শুরুর পর রক্তক্ষয়ী দিন দেখলো ফিলিস্তিন। রোববারই বিমান হামলা আর গোলার আঘাতে প্রাণ গেলো সর্বোচ্চ ৪২ জনের।

সবমিলিয়ে ইহুদি সেনাবাহিনীর নির্মমতার শিকার কমপক্ষে ১৯০ ফিলিস্তিনি। যাদের মধ্যে ৫২ জনই নিষ্পাপ শিশু। আবাসিক ভবন এবং আশ্রয়কেন্দ্রগুলো লক্ষ্য করে চলছে হামলা। পাশাপাশি- দূরপাল্লার কামান থেকে গোলা বর্ষণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গাজার হামাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়িতে। রকেট ছুঁড়ে পাল্টা জবাব দিচ্ছে হামাসও। এতে এ পর্যন্ত মোট ১০ ইসরায়েলির মৃত্যু হয়েছে।

এ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে ৫৭ মুসলিম রাষ্ট্রের জোট- ওআইসি। যাতে ইসরায়েলি কার্যকলাপকে সরাসরি গণহত্যা আখ্যা দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, ইসরায়েলের অপরাধমূলক কার্যকলাপ গণহত্যার শামিল। এটা চরমভাবে মানবাধিকার এবং ওআইসি’র নীতিমালার উল্লঙ্ঘন। ইসরায়েল শুধু প্রতিরোধের ভাষাই বোঝে। আর ফিলিস্তিনিরাও নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে কখনো ছাড় দিবে না। নিষ্পাপ শিশুদের প্রতি ইহুদি রাষ্ট্রের আগ্রাসন আবারও প্রমাণ করলো- বন্ধুত্বের কাছে হার মেনে যায় নৃশংসতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply