প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে প্রশাসনিক ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি

|

প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে অধ্যাপক ড. কায়কোবাদের নেতৃত্বে সিআইডি প্রধান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ডিজিসহ ৫ জনের প্রশাসনিক তদন্ত কমিটি এবং ঢাকা জেলা জজের নেতৃত্বে ৫ জনের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন আদালত। কমিটি দুটি ১ সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে এবং একমাস পর তদন্ত প্রতিবেদন জমা দেবে।

বৃহস্পতিবার প্রশ্নফাঁস হওয়া পরীক্ষাগুলো বাতিল করে নতুন করে কেন নেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। এসময়, প্রশ্নফাঁসকে মাদক বিস্তারের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেন আদালত। বলেন, প্রশ্নফাঁসে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, মূল্য কমে যাচ্ছে শিক্ষা সনদের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply