ভারতের বাজারে আসছে ডিআরডিও’র করোনার ওষুধ

|

করোনাভাইরাসের চিকিৎসায় ভারতের বাজারে আসছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ডিআরডিও’র করোনার ওষুধ ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি)। খবর আনন্দবাজার পত্রিকার।

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে সবার সামনে আনবেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এরপরই ভারতের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে ২-ডিজির ১০ হাজার প্যাকেট।

২-ডিজি এক ধরনের থেরাপিউটিক প্রয়োগ যা করোনা রোগীদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই ওষুধ। উপসর্গ কমাতেও সাহায্য করে এটি। ২-ডিজি দিয়ে যাদের চিকিৎসা করা হয়েছে, তাদের অক্সিজেন নির্ভরতা কমেছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply