ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

|

গাজীপুর প্রতিনিধি:

ঈদের ছুটি শেষে বেড়েছে কর্মস্থলে ফেরার মানুষের চাপ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে রাজধানীসহ আশেপাশের এলাকায় কর্মরত মানুষ বিভিন্ন যানবাহনে চড়ে আসছেন।

আজ সোমবার (১৭ মে) সকাল থেকে গাজীপুর উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় ভিড় বেড়েছে শ্রমজীবী মানুষের। সরকারি নির্দেশ অমান্য করে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার বাসযোগে অনেক যাত্রী ফিরছেন কর্মস্থলে।

এছাড়া মিনিবাস, প্রাইভেটকার ও হালকা যানবাহনে চড়ে ও হাজার হাজার যাত্রী একসাথে গাদাগাদি করে পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে ফিরছেন । এসব যানবাহনে মানা হয়নি কোনোরকম স্বাস্থ্যবিধি। যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট গন্তব্যে যেতে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

সালনা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করায় গাজীপুরের চন্দ্রায় অর্ধশত গাড়ি আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply