ঘুষ নেয়ার অভিযোগে মমতার কেবিনেটের দু’জন মন্ত্রীসহ গ্রেফতার ৪

|

ছবি: আনন্দবাজার পত্রিকা

নারদা ঘুষ মামলায় কলকাতা পৌরসভার প্রশাসক এবং মমতা ব্যানার্জীর কেবিনেটের সিনিয়র মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়’সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজনকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সোমবার সকালে ফিরহাদ হাকিমকে যখন আটক করা হয়, তখন তিনি সাংবাদিকদের বলেছেন, নারদা ঘুষ মামলায় যথাযথ অনুমোদন ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে।

নারদা মামলায় ফিরহাদ হাকিম ছাড়াও বাকি যে তিনজনের বিরুদ্ধে রাজ্যপাল ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে, তারা হলেন- পশ্চিমবঙ্গের সিনিয়র মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং মমতা ব্যানার্জীর মন্ত্রিসভার দুজন সাবেক সদস্য- মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply