‘দুরপাল্লার বাস ও সীমান্ত বন্ধ রাখার বিষয়টি ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে’

|

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফাইল ছবি

দুরপাল্লার বাস ও সীমান্ত বন্ধ রাখার বিষয়টি ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আগামী ৭ দিন পর্যবেক্ষণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ সোমবার (১৭ মে) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের সভা। পরে সচিবালয়ে ব্রিফ করেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদের সভায় এসএসএফ আইন, ২০২১ এর অনুমোদন দেয়া হয়। জাতির পিতার পরিবারের সদস্য ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের বিধান রাখা হয়েছে এ আইনে। জাতির পিতার দুই কন্যা, তাঁদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ।

ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে এ সভায়। এর ফলে আর্থিক অনিয়মের দায়ে ব্যাংক পরিচালকরা আইনের আওতায় আসবেন। নেয়া যাবে বিভাগীয় ব্যবস্থাও। এছাড়া সভায় স্বর্ণ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply