স্পেনে উদ্ধার হলো ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়া একদল অভিবাসনপ্রত্যাশী

|

স্পেনে উদ্ধার হলো ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়া একদল অভিবাসনপ্রত্যাশী

স্পেনে উদ্ধার হলো ভূমধ্যসাগর থেকে নিখোঁজ হওয়া একদল অভিবাসনপ্রত্যাশী। রোববার এক নারীসহ ৫৫ জনের দলটিকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘কায়ুকো’ নামের ডিঙি নৌকায় করে তারা পাড়ি দিচ্ছিলো উত্তাল সমুদ্র। উদ্দেশ্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। উদ্ধারকৃতরা বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। পরে স্প্যানিশ জরুরী পরিষেবা কর্মীরা প্রত্যেকের মুখে মাস্ক পরিয়ে দেয়। এসময় অভিবাসীদের শরীরের তাপমাত্রাও পরিমাপ করা হয়।

গত বছরের তুলনায় এবার অবৈধভাবে স্পেনে আসা অভিবাসীদের সংখ্যা প্রায় ১৩৪ শতাংশ বেড়েছে। এবছর এপ্রিলের শেষ পর্যন্ত স্পেনে আসা অভিবাসীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply