আদালতে নেওয়া হয়েছে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শাহবাগ থানা থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন জানাবে পুলিশ।
তার স্বামী মনিরুল ইসলাম জানিয়েছেন, রোজিনাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এ সময় গণমাধ্যমের সাথে আলাপে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণেই তাকে পরিকল্পিতভাবে আটক করা হয়েছে। তারা রোজিনা ইসলামকে নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান।
অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগে সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা দায়ের করেন।
ইউএইচ/
Leave a reply