দুই বছরের জন্য বিসিবির সম্প্রচার স্বত্ব পেলো ‘বেন-টেক’

|

আগামী দুই বছরের জন্য বিসিবির সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে মার্কেটিং এজেন্ট বেন-টেক। এ জন্য দুই বছরে প্রতিষ্ঠানটিকে গুণতে হবে ১৬১ কোটি টাকা।

আগামী দুই বছরের জন্য সম্প্রচার স্বত্বের দরপত্র আহ্বান করে বিসিবি। ভিত্তি মূল্য ধরা হয় ১৯ মিলিয়ন ডলার অর্থাৎ ১৬১ কোটি টাকা। আর এই দরপত্রে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় বেন-টেক। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্প্রচার স্বত্ব পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আগামী ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হচ্ছে বিসিবি-বেন টেকের নতুন যাত্রা। চুক্তি শেষ হবে ২০২৩ সালের ৫ অক্টোবর। এই সময়ে ঘরের মাঠে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে উইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্বও কিনেছিলো বেন-টেক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply