যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক স্কুলে এলোপাতাড়ি গুলি করে ১৭ শিক্ষার্থীকে হত্যাকারীকে ‘মানসিক অসুস্থ’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘অনেকগুলো নিদর্শন বলছে হামলাকারী আসলে মানসিকভাবে অসুস্থ ছিলো। এমনকি তার খারাপ আচরণের জন্য স্কুল থেকে বহিস্কৃত হয়েছিলো। প্রতিবেশি ও সহপাঠিরাও জানতো সে একটা সমস্যা।’
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে একেক হামলাকে একেকভাবে ব্যাখ্যা করে থাকেন। লক্ষ্য করা গেছে, হামলাকারী ব্যক্তি মুসলিম হলে মার্কিন প্রেসিডেন্ট ঘটনার সাথে সাথে ওই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানান। অন্যদিকে হামলাকারী অমুসলিম হলে ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ না বলে অভিযুক্তে মানসিক অসুস্থতাকে সামনে নিয়ে আসেন।
এর আগে গত বছর লাস ভেগাসের মান্দালা বে’তে হামলা চালিয়ে ৫৮ জনকে হত্যা করে স্টিফেন প্যাডক নামে এক খ্রিষ্টান ধর্মাবলম্বী।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘স্টিফেন প্যাডক একজন অসুস্থ মানুষ। তার মাথার ঠিক নেই।’ হামলাকারীর ধর্মীয় পরিচয় দেখে প্রতিক্রিয়া জানানোর কারণে অনেকের সমালোচনার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।
Leave a reply