টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে বাসের চালক-হেলপারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ছোঁয়া পরিবহনের একটি বাসে করে শুক্রবার রাতে সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন ওই তরুণী। পথে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়। বাসের চালক, সুপারভাইজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ পাওয়ার কথা জানান ওসি।
শুক্রবার রাতে মধুপুর বনের সড়কের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। পরিচয় না পেয়ে অজ্ঞাত হিসেবে তাকে লাশ দাফন করা হয়।
সোমবার রাতে মধুপুর থানায় গিয়ে জামা-কাপড় দেখে শনাক্ত করে তরুণীর স্বজনরা। তারা জানান, ওই তরুণী ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজে এলএলবি পড়ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।
পুলিশ জানায়, প্রাথমিক সুরত হাল রিপোর্টে শারীরিক নির্যাতনের পর হত্যা করে বলে উল্লেখ করা হয়। পরদিনই অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।
পরিচয় শনাক্ত হওয়ার পর তার তথ্যর ভিত্তি করে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই বাসের চালকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
যমুনা অনলাইন-এফআর।
Leave a reply