নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা, গ্রেফতার ১৯

|

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের কাচারিকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ মে) নিহতদের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে রায়পুরা থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। দুটি মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে বিবদমান দুই গ্রুপে সোমবার সন্ধ্যা হতে মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত হয়। ইয়াসিন মিয়া (১৩) ও শহিদ মিয়া (৩০) নামে দুইজন নিহতের ঘটনায় বুধবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন তাদের স্বজনেরা। অভিযোগ দুটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। দুটি মামলায় মোট ৭১ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ১৯ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া সংঘর্ষের ঘটনায় দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ ৬ জনকে আটকের পর অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply