বর্জ্য সরিয়ে ভক্তদের পরিবেশ উন্নত করার আহবান জানিয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। পরিবেশ বিষয়ক প্রতিষ্ঠান ‘পারলে’র সাথে অ্যাডিডাসের রান ফর দ্য ওশান্স ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন মেসি।
এই ক্যাম্পেইনের মাধ্যমে সমুদ্র থেকে প্লাস্টিক সরিয়ে পরিবেশ উন্নত করার কার্যক্রম শুরু করেছে অ্যাডিডাস। এই ক্যাম্পেইনে অংশ নিতে অ্যাডিডাসের রানিং ওয়াপ ডাউনলোড করতে হবে, তাহলে দৌড়ানোর সময় গতিবিধি পরিমাপ হবে এই ওয়াপে।
প্রতি এক কিলোমিটারে ১০টি করে প্লাস্টিক সরানো হবে সমুদ্র থেকে। আগামী ২৮ মে থেকে ৮ জুন চলবে এই ক্যাম্পেইন।
Leave a reply