৭১ বছর পর জেগে উঠল পানিতে বিলীন গ্রাম! সম্প্রতি ইতালির দক্ষিণ টাইরোল প্রদেশে সাত দশক আগে পানিতে ডুবে যাওয়া গ্রামটি আবারও দৃশ্যমান হয়েছে।
Curon come non si era mai vista!
Per motivi di manutenzione, hanno semi prosciugato il lago di Resia e sono riaffiorati i resti dell’antico paese ci Curon!❤️
Una strana sensazione camminare sulle macerie delle case…#curon #lagodiresia #reschensee #altoadige #südtirol pic.twitter.com/VtZGdSPHoU
— Louise DM 🇮🇹🐬🍷 (@AvventuraL) May 16, 2021
কিউরোন গ্রামের ১৬০টি বাড়িতে বসবাস করতেন ৯০০ অধিবাসী। ১৯৫০ সালে, সেখানে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তাই গ্রামবাসীদের অন্য জায়গায় পুনর্বাসন করা হয়। আর গ্রামটির জায়গায় তৈরি হয় বিশাল হ্রদ।
সম্প্রতি, হ্রদের পানি অপসারণ করলে দৃশ্যমান হয় গ্রামটি। বর্তমানে গ্রামটির কি অবস্থা তা দেখতে ভীড় জমাচ্ছেন পর্যটকরা। বাড়িঘরের ধ্বংসাবশেষ ছুঁয়ে দেখে বিস্মিত আর আবেগপ্রবণ হচ্ছেন অনেকে। তবে খুব বেশিদিন আর কিউরোনের বিস্ময় দেখার সুযোগ থাকছে না। কয়েক সপ্তাহের মধ্যেই আবারও বিস্তির্ণ লেকের পানিতে বিলীন হবে কিউরোন।
কিউরোনের সেই লেকের ছবি দেখতে এখানে ক্লিক করুন
এনএনআর/
Leave a reply