ভারতে টাউটির তাণ্ডবে প্রাণহানি বেড়ে ৯১

|

ভারতে টাউটির তাণ্ডবে প্রাণ গেলো কমপক্ষে ৯১ জনের

প্রলয়ংকারী সাইক্লোন- টাউটির তাণ্ডবে ভারতে প্রাণ গেলো কমপক্ষে ৯১ জনের। বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ তেল ও জ্বালানি বহনকারী জাহাজ ‘পি- থ্রি জিরো ফাইভে’র ৪৯ নাবিক।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এ বিবৃতি। সে অনুসারে, বুধবার রাত পর্যন্ত নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার এবং বিমানের সহায়তায় মুম্বাই সাগর থেকে উদ্ধার করা হয় ৬ শতাধিক নাবিক ও ক্রুকে। তাদের ২৬ সহকর্মীকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে তল্লাশি।

দক্ষিণ উপকূলীয় রাজ্যগুলো অতিক্রমের পর মহারাষ্ট্রে আঘাত হানে প্রবল পরাক্রমশালী টাউটি। সেসময় গভীর সমুদ্রে নোঙ্গর করা প্রাকৃতিক গ্যাস ও উত্তোলনকারী তিনটি জাহাজ পড়ে বিপদে। ঝড়ের তাণ্ডব থেকে তাদের রক্ষায় এগিয়ে যায় বিমান বাহিনী। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সামনে হয়নি শেষ রক্ষা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply