মঙ্গলে অবতরণের পর প্রথমবারের মতো লাল গ্রহটির ছবি ও ভিডিও পাঠালো চীনা মহাকাশযান তিয়ানওয়ান-ওয়ান। বুধবার সেই ভিডিও প্রকাশ করেছে চীনের মহাকাশ সংস্থা।
ভিডিওতে দেখা যায়, নভোযান থেকে রোভার ‘ঝুরং’ মঙ্গলের মাটিতে অবতরণ করছে। এসময় উচ্ছ্বাসে ফেটে পড়েন চীনের মহাকাশ সংস্থার কর্মীরা। অবতরণের ছবির পাশাপাশি মঙ্গলের মাটি ও পাথরের ছবিও পাঠায় রোভারটি।
আগামী কয়েকদিন মঙ্গলের বুকে ইউটোপিয়া নামের একটি অঞ্চল পর্যবেক্ষণ করবে রোভারটি। শনিবার তিয়ানওয়ান-১ নামের এ নভোযানটি মঙ্গলে পৌঁছায়। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে লাল গ্রহে রোভার নামালো শি জিনপিংয়ের দেশ। গত ফেব্রুয়ারিতে মঙ্গলে পারসিভারেন্স নামের রোভার পাঠায় যুক্তরাষ্ট্র।
Leave a reply