স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:
রাস্তা ডানদিকে মোড় নেয়া; অথচ নির্দেশনা দেয়া বামে যাবার। নেত্রকোণার ওই রাস্তাটিতে চলতে গিয়ে অনেকে পড়ছেন বিভ্রান্তিতে। এলজিইডি’র এমন কর্মকাণ্ডে তৈরি হয়েছে হাস্যরসও। সড়কে ভুল নির্দেশনার বিষয়ে সরাসরি কথা বলতে রাজি নন এলজিইডি’র কোনো কর্মকর্তা।
নির্দেশনায় আছে, বামে মোড়। সে অনুযায়ী গেলেই মহাবিপদ। সামনে রাস্তা পাবেন না, পড়বেন সোজা খাদে।
নেত্রকোণা সদরের ঠাকুরকোণা থেকে বারহাট্টা উপজেলার ফকিরের বাজার যাবার পথটি এলজিইডি’র আওতাধীন। মোড়টি ডানে হলেও বহুদিন ধরেই ঝুলছে এই ভুল নির্দেশনাটি। যা নিয়ে প্রায়ই এই পথ ব্যবহারকারীরা পড়েন বিভ্রান্তিতে। স্থানীয়দের মাঝে এটি তৈরি করেছে হাস্যরসের উপকরণও। কেউ আবার ফেসবুকে দিতেই ভুল নির্দেশনার ছবি তুলে রাখছেন।স্থানীয়রা চরম ক্ষুব্ধ বিষয়টি জানার পর থেকে।
এই রাস্তাটি দেখভালের দায়িত্ব এলজিইডি’র উপজেলা প্রকৌশলীর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে তিনি ক্যামেরার সামনে কথা বলেননি। অফিসে পাওয়া যায়নি নির্বাহী প্রকৌশলীকেও। তবে দ্রুত ভুলটি সরিয়ে সঠিক নির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।
ইউএইচ/
Leave a reply