অবৈধ অনুপ্রবেশ: কুড়িগ্রাম সীমান্তে আটক ভারতীয় নাগরিক কারাগারে

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আলম মিয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। তাকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হয়েছে।

আটক ভারতীয় নাগরিক কােচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট সাদিয়ালকাটি গ্রামের দুধু মিয়ার ছেলে। শুক্রবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অনন্তপুর সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলারে ৯৪৬ এর সাব পিলার ৫ এস থেকে দু’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভল্লিরতল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২টায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সােপর্দ করে বিজিবি।

এ ব্যাপার ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply