টেলিফোনে বিয়ে, স্বামীর মুখ দেখার আগেই আত্মহত্যা তরুণীর

|

প্রতীকী ছবি।

ভৈরব প্রতিনিধি:

শুক্রবার (২১ মে) গৃহবধূ হাবিবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

হাবিবা বেগম ভৈরবের গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের বাসিন্দা আবদুস সালামের মেয়ে। খবর জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাবিবা বেগমের লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক সম্মতিতে গত এক বছর আগে উপজেলার তেয়ারীরচর গ্রামের সুজনের সাথে হাবিবার টেলিফোনে বিয়ে হয়েছিল। সুজন ওমান প্রবাসী। বিয়ের পর সে এখনও দেশে আসেনি। কথা ছিলো আগামী মাসে দেশে এসে আনুষ্ঠানিকভাবে হাবিবাকে ঘরে তুলবে সুজন।

বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে ফোনে কথা বলার পর হাবিবার সাথে তার পরিবারের কথা কাটাকাটি হয়। কী নিয়ে রাতে তাদের কথা কাটাকাটি হয়েছিলো সে বিষয়ে তারা কিছু জানাতে রাজি হয়নি।

এরপর আজ (শুক্রবার) সকালে দরজা ভেঙে মৃত হাবিবাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply