করোনা সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী হলেও ভারতে কমছে না প্রাণহানি। শুক্রবার ৪ হাজার ১৪৩ জনের মৃত্যুতে ২ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু।
টানা ৫ম দিনের মতো ৩ লাখের নিচে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৪ হাজারের কিছু বেশি মানুষের দেহে চিহ্নিত হয়েছে ভাইরাস। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৬ কোটি ২ লাখ ৮৫ হাজারের ওপর। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯৩ হাজারের বেশি।
বিশ্বের মোট সক্রিয় সংক্রমিতের ১৯ শতাংশই ভারতের। এখনও সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। এরপরের অবস্থানে আছে কেরালা, কর্নাটক, তামিল নাড়ু ও উত্তর প্রদেশ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ১৪ শতাংশ মানুষের ওপর প্রয়োগ হয়েছে করোনার টিকা।
এনএনআর/
Leave a reply