Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে প্রিন্টিং কারখানায় গ্যাসের আগুনে দগ্ধ ৫ শ্রমিক

নারায়ণগঞ্জে প্রিন্টিং কারখানায় গ্যাসের আগুনে দগ্ধ ৫ শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় নিকি ডাইং এন্ড প্রিন্টিং নামের একটি কারখানায় গ্যাসের রাইজারের আগুনে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন বশির, মেহেদী, আলম, নাসির ও হেভেন চাকমা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিকি ডাইং এন্ড প্রিন্টিং কারখানার শ্রমিকরা জানান, ঈদের ছুটিতে কারখানা বন্ধ হওয়ার পর আর খোলা হয়নি। তবে ছুটি শেষে নৈশপ্রহরীসহ কয়েকজন শ্রমিক কর্মচারি কাজে যোগ দিতে গত শুক্রবার (২১ মে) রাতে কারখানায় আসেন।

আজ শনিবার ভোর রাত তিনটায় আর এম এস রুমে গ্যাসের রাইজারে লিকেজ থেকে আগুন ধরে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে নৈশপ্রহরীসহ পাঁচজন শ্রমিক দগ্ধ হন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

এনএনআর/

Exit mobile version