‘ঘুর্ণিঝড় যশ ২৬ মে আঘাত করতে পারে’

|

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঘুর্ণিঝড় যশ লঘুচাপ অবস্থায় আছে এখন। ঝড় হয়ে ২৬ মে এটা আঘাত করতে পারে। যে অবস্থানে আছে তাতে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আশ্রয়কেন্দ্র, গুদাম, মুজিব কিল্লাসহ ২৫০টি ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ব্রিফিং শেষে তিনি এ কথা বলেন।

ঘুর্ণিঝড় নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, পুরো উপকূলকে সতর্ক করা হচ্ছে। এখনও আতঙ্কের কিছু নেই।

উল্লেখ্য, আগামীকাল রোববার (২৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়কেন্দ্র, গুদাম, মুজিব কিল্লাসহ ২৫০টি ভবন উদ্বোধন করবেন। এর মাধ্যমে দুর্যোগ প্রবণ এলাকায় ক্ষয়ক্ষতি আরো কমে আসবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply