‘আইনের মাধ্যমে সরকার গণমাধ্যমের সাথে নিপীড়নমূলক কার্যক্রম চালাচ্ছে’

|

গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে কোনোভাবেই জনস্বার্থ রক্ষা করা সম্ভব নয়, আইনের মাধ্যমে সরকার গণমাধ্যমের সাথে নিপীড়নমূলক কার্যক্রম চালাচ্ছে- এমনই মত দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও আইনজীবীরা।

সেন্টার ফর গর্ভনেন্স স্টাডিজ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় আলোচকেরা বলেন, প্রধানমন্ত্রী গঠনমূলক সমালোচনা করলেও মন্ত্রণালয়গুলো এ বিষয়ে ইতিবাচক নয়।স্বাস্থ্য মন্ত্রণালয় আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত বলে জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন বলেও মত দেন তারা। রোজিনা ইসলামের ঘটনার মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতাকে ভয় দেখানোর চেষ্টা চলছে বলেও জানান তারা।

জনগণের ট্যাক্সের টাকা জীবন নির্বাহী করে আমলারা কোনোভাবেই সাংবাদিকের গায়ে হাত দিয়ে পারে না বলেও মত দেন আলোচকেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply