সাংবাদিক রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু গণমাধ্যমকে জানিয়েছেন, রোজিনা ইসলাম প্রচণ্ড অসুস্থ। মুক্ত হবার পর প্রথমেই তার ভালো চিকিৎসা প্রয়োজন।
তিনি আরও বলেন, রোজিনা ইসলামের পাসপোর্ট আইনজীবীর মাধ্যমে আদালতে জমা দেয়া হয়েছে।
উল্লেখ্য, পাঁচ হাজার টাকায় বেলবন্ডের বিনিময়ে শর্তসাপেক্ষে আদালতে পাসপোর্ট জমাপ্রদান সাপেক্ষে জামিন পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। আজ রোববার (২৩ মে) সকালে তার জামিন মঞ্জুর করা হয়।
গত সোমবার (১৭ মে) সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১৮ মে) সকাল পৌনে ৮টার দিকে শাহবাগ থানা থেকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার পর তাকে আদালতে তোলা হয়। এদিন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।
Leave a reply