ইএনওর আদেশে ঋণ করে দুস্থদের খাদ্য সহায়তা করলেন সেই বৃদ্ধ

|

হটলাইন নম্বরে ফোন করে চেয়েছিলেন খাদ্য সহায়তা। সাহায্য দিতে এসে চার তলা বাড়ির মালিক ভেবে নারায়ণগঞ্জের ফরিদ আহমেদকে ১০০ জন দুস্থের মাঝে খাদ্য বিতরণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবার সে আদেশ পালনও করেছেন তিনি।

তবে তার পরিবার বলছে, বাড়িটির মালিক ছয়-ভাইবোন। ফরিদ আহমেদ অসুস্থ; আছেন অভাব-অনটনে।

ফরিদ আহমেদ বলছেন, চারতলা ভবনের মালিক ছয় ভাইবোন। তিনি থাকেন তিন তলার ছাদে। গণমাধ্যমে জরুরি সহায়তা নম্বরের কথা জেনেই খাদ্য সহায়তা চেয়েছিলেন বলে জানালেন এই প্রবীণ।

স্বজনরা বলছেন, শারীরিকভাবে অসুস্থ ফরিদ। ভুগছেন মানসিক সমস্যাতেও। এমনকি ফরিদ আহমেদ আত্মহত্যারও চেষ্টা করেছেন বলে জানায় তার পরিবার।

পুরো ঘটনা জানার পর নারায়ণগঞ্জ সদরের উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, ঘটনা সত্য হলে তাকে সহায়তা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply